রাজশাহী শহরের দর্শনীয় স্থান সমূহ
রাজশাহী হলো বাংলাদেশের সবচাইতে পরিষ্কার ও সুন্দর শহর । পদ্মা নদীর তীরে এ শহরটির অবস্থান। আজকে আমাদের এই পোষ্টে রাজশাহী শহরের জনপ্রিয় দর্শনীয় স্থান সমূহ নিয়ে ছবি সহ আলোচনা করবো।
রাজশাহী শহরে রয়েছে উপভোগ করার মতো অনেক জায়গা । আপনারা এই পোষ্ট থেকে জানতে পারবেন রাজশাহী শহরের জনপ্রিয় জায়গা গুলোর নাম, সৌন্দর্য্যতা এবং অবস্থান ।
এক নজরে এই পোষ্টের সূচীপত্র
- পদ্মা গার্ডেন
- রাজশাহীর টি-বাঁধ
- আই- বাঁধ
- সি এন্ড বি রাস্তা লক্ষীপুর
- রাতের আলোক সজ্জিত রাস্তা
- রাজশাহী কলেজ
- কেন্দ্রীয় উদ্যান বা চিড়িয়াখানা
- রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক
- লেখকের কথা
পদ্মা গার্ডেন
রাজশাহীতে দেখা বা ঘোরার জন্য কোনো জায়গার কথা বললে প্রথমেই যে জায়গাটা স্মরণে আসে সেটা হলো পদ্মা গার্ডেন । রাজশাহী শহরের দক্ষিন পাশেই পদ্মা নদী, সদর থেকে যেতে সময় লাগে মাত্র পাঁচ সাত মিনিট । অপরুপ সুন্দর এই পদ্মার পাড়ে গেলে আপনি এর মায়ায় পড়ে যাবেন । প্রতিদিন বিকেলে শুরু হয় হাজার হাজার মানুষের ভিড় ।
বর্ষার সময় পানিতে ভরে থাকে নদী । আবার শীত শেষেই সব শুকিয়ে যায় । জেগে ওঠে বালুর চর । সেই চরে কাশ বন আর বিভন্ন ফুলের গাছ । সত্যিই একটু বেশিই সুন্দর রাজশাহী পদ্মা গার্ডেন ।
রাজশাহীর টি-বাঁধ
পদ্মা গার্ডেন থেকে সোজা পশ্চিম দিকে দশ মিনিট হাঁটলেই দেখা মেলে টি- বাঁধ এর । বাঁধটির আকৃতি ইংরেজী টি (T) এর মতো হওয়ায় এর নামকরণ করা হয় টি- বাঁধ । পদ্মা গার্ডেনের মতো এখানেও রয়েছে প্রাকৃতিক ভরপুর দৃশ্য ।
অপরুপ সুন্দর নদী । আশেপাশে গাছ পাখিতে ভরা । সবসময়ের জন্য মানুষের ভিড় জমে সেখানে । চারদিকে ফুচকা চটপটি আর হাজারো খাবার খেলনার দোকানে ভরা ।
আই- বাঁধ
টি-বাঁধের মতো এটিও একটি বাঁধ । এর আকৃতি ইংরেজী আই (I) এর মতো যার কারনে এই বাঁধটির নাম আই- বাঁধ । পদ্মা গার্ডেন থেকে সোজা পশ্চিম দিকে রিক্সায় দশ মিনিটের রাস্তা । টি- বাঁধ এর মতো এখানকার সৌন্দর্য্যেরও তুলনা হয় না । ঠিক ছবির মতো অপরুপ প্রাকৃতিক দৃশ্য ।
সি এন্ড বি রাস্তা লক্ষীপুর
সি এন্ড বি মোড়ের রাস্তাটার সৌন্দর্য্য রাজশাহীর অন্যান্য রাস্তার চাইতে একটু অলাদা । এখানে আড্ডা জমে বিশেষ করে সন্ধ্যার পর থেকে । সারা দিনের কর্ম ব্যস্ততার পরে হাজার হাজার মানুষ ভিড় জমাই এই রাস্তায় । রাস্তার দু পাশ দিয়ে চা , ফুচকা , চটপটি , ভাজাপোড়া আর হাজারো মুখরোচখ খাবারের দোকান ।
জমে ওঠে চায়ের আড্ডা ফ্রেন্ডস সারকেল , পরিবার আরো অনেক । এখানকার রাস্তার দু পাশ দিয়ে বড় বড় গাছ গুলার জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগে । সব মিলিয়ে সন্ধ্যার পরে সি এন্ড বির রাস্তাটা দেখার মতো হয় ।
রাতের আলোক সজ্জিত রাস্তা
রাজশাহী শহরে শুধু যে দিনের বেলায় এর সৌন্দর্য্যের দেখা মেলে তা না । রাত হলেই যেন এক অন্য রকম রূপ নিয়ে আসে এ শহর । রাজশাহীর একটা জনপ্রিয় আকর্ষণ হলো এ শহরের রাতের রাস্তা । রাতের রাস্তা সৌন্দর্য্যটা কাউকে বলে বোঝানোর মতো না । খুব প্রসস্থ দুপাশ দিয়ে রাস্তা আর মাঝখান দিয়ে সাজানো অনেক বড় বড় চমৎকার লাইটিং সিস্টেম ।
বাংলাদেশের আর কোনো জায়গায় এত সুন্দর লাইটিং ও পরিষ্কার রাস্তা আছে বলে আমি মনে করি না । যা সত্যিই দেখার মতো । সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে রাজশাহীর রাতের রাস্তার এই সৌন্দর্য্য দেখতে ।
রাজশাহী কলেজ
রাজশাহী শহরের সদরেই অবস্থিত রাজশাহী কলেজ । ১৮৭৩ সালে স্থাপিত হয় এই কলেজটি যা বর্তমানে বাংলাদেশে বিখ্যাত কলেজ । ঢাকা , চট্টগ্রাম এর পরে প্রাচিনতম কলেজ রাজশহী কলেজ । অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো এটিও একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র । কলেজের প্রাচিনতম বিভিন্ন স্থাপনা প্রাকৃতিক পরিবেশ ও সত্যিই মনমুগ্ধকর ।
কেন্দ্রীয় উদ্যান বা চিড়িয়াখানা
বিশালাকার জায়গা জুড়ে অবস্থিত শহীদ এ. এইচ. এম. কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যন ও চিড়িয়াখানা । যা রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র । যা সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে । এখানে জনপ্রতি ২৫ টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয় ।
রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক
শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত । রাজশাহী সদর থেকে উত্তর- পূর্ব দিকে রিক্সায় পনের মিনিটের পথ । এটিও রাজশাহীর একটি খুব জনপ্রিয় বিনোদন কেন্দ্র । এই পার্কটি প্রতিদিন সাকাল দশটা থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে ।
লেখকের কথা
বাংলাদেশের মধ্যে রাজশাহী এমন একটি শহর যার সৌন্দর্য্য দেখে আপনি বিমোহিত হবেনই । এ শহরে আপনি খুব কাছাকাছি জায়গার মধ্যে খুজে পাবেন বিনোদনের জন্য অনেক জায়গা । যেখনে আপনি রিক্সা করে বা পায়ে হেটে জায়গা গুলো সহজেই উপভোগ করতে পারবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url