৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের ও মেয়েদের জন্য
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট কি দিবেন তা নিয়ে চিন্তিত ? চিন্তার কোন কারণ নেই। আমরা আজকে আপনাকে এই কনটেন্টে ৫০০ টাকার মধ্যে ছেলে ও মেয়েদের জন্য জন্মদিনের কিছু স্পেশাল ও আকর্ষণীয় গিফট গিফট সম্পর্কে ধারণা দিব।
তাই চিন্তা না করে একবার কন্টেন্টটি আগে পড়ে নিন। এতে করে আশা করি আপনি আপনার
প্রিয় মানুষকে বা বন্ধুকে তার জন্মদিনে কি উপহার দিবেন এ সম্পর্কে ধারণা পাবেন।
তাই দেরি না করে তাড়াতাড়ি শুরু করুন।
সূচিপত্র - ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের ও মেয়েদের জন্য
- ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট
- ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য
- ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের জন্য
- জন্মদিনে বউকে কি উপহার দেয়া যায়
- ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার
- ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের ও মেয়েদের জন্য - শেষ কথা
- ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট সম্পর্কে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে আপনি বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন।
তার মধ্যে কিছু জনপ্রিয় ও উল্লেখযোগ্য জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
যদিও জন্মদিন পালন করা ঠিক নয়। তবুও অনেকেই পালন না করলেও এ উপলক্ষে তার প্রিয়
মানুষকে অথবা বন্ধু-বান্ধবকে কোন উপহার দিয়ে থাকে। আর কি উপহার দিবে এটি নিয়েই
বেশিরভাগ মানুষ চিন্তায় পড়ে যায়।
আরো পড়ুন : মধুময় বাদাম খাওয়ার নিয়ম | মধুময় বাদাম তৈরির উপাদান ও পদ্ধতি
এক বছর পর পর একটি মানুষের জীবনে বিশেষ একটি দিন আসে। আর এই দিনটিই হচ্ছে
জন্মদিন। তাই তার কাছের মানুষেরা তাকে বিভিন্নভাবে খুশি করার জন্য এই দিনে তাকে
বিভিন্নভাবে ইমপ্রেস করে থাকে। কেউ উপহার দিয়ে, কেউবা ঘুরতে নিয়ে গিয়ে, আরো কত
কি। আমরা যদি জন্মদিনের গিফট সম্পর্কে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ভাবে
ধারণা পাই তাহলে হয়তো বা ভালো হবে।
সেই জন্য আমরা নিচে ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে ছেলেদের ও মেয়েদের কি
কি দেয়া যায় তা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করি। এবার
আপনাকে চিন্তামুক্ত করি। এক নজরে দেখেনিন সবকিছু।
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য
৫০০ টাকার মধ্যে মেয়েদের জন্য জন্মদিনের গিফট হিসেবে আপনি বিভিন্ন ধরনের জিনিস
কিনতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে, ৫০০ টাকার মধ্যে ভালো কোন গিফট হবে
কিনা। কিন্তু অল্প দামের মধ্যেও এখন অনেক সুন্দর সুন্দর উপহার পাওয়া যায়।
মেয়েরা খুব সহজেই পছন্দ করে এরকম অনেক জিনিস আছে যা ৫০০ টাকার মধ্যেই হয়ে থাকে
বা কিছু কম বেশি হতে পারে।
পার্টস ব্যাগ
পার্টস ব্যাগ মেয়ে মানুষের খুবই পছন্দনীয় এবং দরকারি একটি জিনিস। আমরা সবসময়ই দেখি যে মেয়েরা যেখানেই যাই না কেন তাদের সাথে একটি পার্টস ব্যাগ থাকেই। তাই আপনি চাইলে প্রয়োজনীয় এই জিনিসটি দিতে পারেন। এতে যে কোন মেয়েই খুশি হবে। অল্প দামের মধ্যে ভালো মানের, সুন্দর ও আকর্ষণীয় পার্টস ব্যাগ পাবেন। চাইলে ট্রাই করতে পারেন।
আরো পড়ুন : বড়দের হরলিক্স এর দাম কত - বড়দের হরলিক্স খাওয়ার নিয়ম
শাড়ি
প্রতিটা মেয়েরই শাড়ি খুব পছন্দের একটি জিনিস। আপনি যে কোন মেয়েকে যদি উপহার
হিসেবে শাড়ি দেন তাহলে গ্যারান্টি সহকারে সে খুশি হবে। তাই পছন্দের রং অনুযায়ী
আপনি শাড়ি উপহার দিতে পারেন। বর্তমানে অল্প বাজেটের মধ্যেই সুন্দর সুন্দর শাড়ি
পাওয়া যায়। ভালো মানের শাড়ি নিতে গেলে যদিও দাম একটু কম বেশি হতে পারে তবে
উপহার হিসেবে পারফেক্ট হবে।
হাত ঘড়ি বা ব্রেসলেট
বেশিরভাগ মেয়েরাই হাতে ঘড়ি অথবা ব্রেসলেট পরতে পছন্দ করে। তাই আপনি যদি কি
উপহার দিবেন তা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনি হাতঘড়ি বা ব্রেসলেটও দিতে পারেন।
স্বল্প দামের মধ্যে উন্নত মানের হাত ঘড়ি পাওয়া যায়। ব্রেসলেট এর দামও খুব একটা
বেশি নয়। তাই আপনি চাইলে জন্মদিনের গিফট হিসেবে হাতঘড়ি বা ব্রেসলেট দিতে
পারেন।
মেকআপ বক্স
মেয়েদের প্রয়োজনীয় সব জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস হচ্ছে মেকআপ
বক্স। তারা যেখানেই যাক না কেন মেকআপ তাদের লাগেই। তাই আপনি উপহার হিসেবে মেকআপ
বক্সও সিলেক্ট করতে পারেন। মেকআপ বক্স উপহার দেওয়ার ফলে অনেক খুশি হবে।
বই
উপহারের মধ্যেই সবচাইতে মূল্যবান ও পার্ফেক্ট উপহার হচ্ছে বই। অনেক মেয়েই আছে
যারা বই পড়তে পছন্দ করে। আপনি পৃথিবীর যেকোনো মানুষকেই উপহার হিসেবে বই দেন না
কেন সে খুশি হবেই। তাই উপহার হিসেবে বই ও দিতে পারেন।
ফুল এবং চকলেট
মেয়েদের কাছে সবচাইতে দামি ও পছন্দের উপহার হলো ফুল। মানুষকে খুশি করতে যে, বড়
বড় দামী দামী জিনিস লাগে তা কিন্তু নয়। ছোট এবং অল্প জিনিস দিয়েও কিন্তু খুশি
করা সম্ভব। তার মধ্যে সব চেয়ে ভালো হচ্ছে ফুল তার সাথে চকলেট। তাই আপনি খুব
সহজেই উপহার হিসেবে ফুল ও চকলেট একসাথে দিতে পারেন।
চুড়ি
এমন কোন মেয়ে নেই যে সে চুরি পছন্দ করে না। স্বল্প বাজেটের মধ্যে আরেকটি সুন্দর
উপহার হচ্ছে চুড়ি। লাল রংয়ের কাচের চুড়ি। মেয়েরা পাগলের মত পছন্দ করে। তাই
আপনি আপনার বোন বা যে কোন মেয়েকে উপহার হিসেবে চুরি দিয়ে তাকে খুব সহজেই খুশি করে
ফেলতে পারেন।
আরো পড়ুন : হাঁসের ডিমে কি এলার্জি আছে - হাঁসের ডিমের ক্ষতিকর দিক
জুয়েলারি
জুয়েলারি মধ্যে ঝুমকা বা ইয়ার রিং, চেইন , আংটি ইত্যাদি উপহার হিসেবে দেয়া
যায়। প্রতিটা মেয়েই সাজগোজ বেশ পছন্দ করে। আর সাজগোজের জন্য এই সব জিনিস
প্রয়োজন হয়। তাই মেয়েদেরকে সহজে খুশি করার জন্য এর মধ্যে যেকোনো একটি বেছে
নিতে পারেন। অল্প দামের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়।
টেডি বেয়ার
আপনি জানলে অবাক হবেন যে যেকোনো বয়সের মেয়েরাই কিন্তু টেডি বি;য়ার অনেক বেশি
পছন্দ করে। এজন্য জন্মদিনের ভালো একটি গিফট হিসেবে টেডি বিয়ার বেছে নিতে পারেন।
৫০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটির টেডি বিয়ার বাজারে পাওয়া যায়। স্বল্প বাজেটের
মধ্যে মেয়েদেরকে খুশি করার আরেকটি উপায় হচ্ছে এই টেডি বিয়ার।
চকলেট বক্স
মেয়েদেরকে চকলেট দিলে মেয়েরা ভীষণ খুশি হয়। চকলেট জন্মদিনের উপহার হিসেবে ভালো
একটি জিনিস। আপনি যদি একটি মেয়েকে এক বক্স চকলেট উপহার দেন তাহলে সেই মেয়ে
গ্যারান্টি সহকারে খুশি হবে। তাই কোনরকম ঝামেলা না করে সরাসরি উপহার হিসেবে চকলেট
বক্স দিতে পারেন।
আরো পড়ুন : কলমি শাক খেলে প্রেসার বাড়ে না কমে - কলমি শাকের ক্ষতিকর দিক
এছাড়াও আরো অনেক কিছু উপহার হিসেবে দেওয়া যায়। আপনার যাতে কিছু আইডিয়া হয়
সেজন্য উপরে কিছু জিনিস সম্পর্কে বলেছি। যদি এগুলোর মধ্যে কোনটা পছন্দ হয় তাহলে
ট্রাই করতে পারেন। আশা করি এর মধ্যে যেকোনো একটি জিনিস যদি আপনার বোন অথবা মেয়ে
বন্ধুকে জন্মদিনের উপহার হিসেবে দেন তাহলে সে আপনার প্রতি অনেক অনেক খুশি হবে।
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের জন্য
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে ছেলেদের জন্য হাজার হাজার ভালো কোয়ালিটির
জিনিস পাওয়া যায়। মেয়েদের চাইতে ছেলেদের খুশি করা কিন্তু বেশি সহজ। ছেলেরা বড়
বড় কোন গিফট চায় না। অল্পতেই বেশি খুশি হয়ে যায়। তাই আপনি অল্প বাজেটের মধ্যে
ছেলেদেরকে উপহার হিসেবে যেকোনো কিছুই দেন না কেন খুব সহজে খুশি করতে পারবেন।
ছেলেদের জন্মদিনে দেয়ার মত কিছু গিফট নিয়ে নিচে আলোচনা করা হবে। আশা করি এগুলোর
মধ্যে থেকেই আপনার পছন্দ হবে।
সানগ্লাস
ছেলেদের পছন্দের একটি জিনিস হচ্ছে সানগ্লাস। যে কোন ছেলেকেই আপনি যদি সানগ্লাস
গিফট করেন তাহলে সে অনেক বেশি খুশি হবে। তাছাড়া অল্প বাজেটের মধ্যে খুব ভালো
ভালো সানগ্লাসও পাওয়া যায়। ছেলেদেরকে খুশি করতে দামি গিফটের প্রয়োজন হয় না।
তাই আপনি যদি জন্মদিনের উপহার হিসেবে সানগ্লাস গিফট করেন সে আপনার প্রতি অনেক
খুশি হবে।
ঘড়ি
সানগ্লাস, ঘড়ি এগুলা অনেক ছেলেদের আবেগ। ছেলেদেরকে খুশি করার মত আর একটি উপহার
হচ্ছে ঘড়ি। তাই আপনি যদি চান তার পছন্দের রং অনুযায়ী ঘড়ি গিফট করতে পারেন। এতে
আশা করা যায় সে আপনার প্রতি অনেক বেশি খুশি হবে। আর ভালো মানের ঘড়ির মূল্যও খুব
একটা বেশি হয় না।
বই
আগেই বলেছি যে বই আপনি পৃথিবীর যেকোন মানুষকে উপহার হিসেবে দিতে পারেন। বই যে কত
বড় একটি উপহার তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। বইয়ের চাইতে ভালো গিফট আর
হয় না। তাই আপনি নির্দ্বিধায় জন্মদিনের উপহার হিসেবে বই দিতে পারেন। সেটি
যেকোনো ধরনের বই হতে পারে। সে কি ধরনের বই পছন্দ করে তা যদি জানা থাকে তাহলে তো
আরো ভালো।
পারফিউম
জন্মদিনের উপহার হিসেবে আরেকটি ভালো জিনিস হচ্ছে পারফিউম। ছেলেদের দৈনন্দিন এর
প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে পারফিউম। আপনি যে কোন জায়গায় খুব সহজে অল্প
বাজেটের মধ্যে ভালো মানের পারফিউম পেয়ে যাবেন।
শার্ট বা টি শার্ট
ছেলেদের কে শার্ট বা টি শার্ট গিফট করলেও অনেক খুশি হয়। আপনি ছেলেদেরকে যেকোনো
কিছুই উপহার দেন না কেন তারা খুব সহজেই খুশি হয়ে যাবে। মেয়েদের চাইতে ছেলেদেরকে
খুশি করা বেশি সহজ। তাই আপনি আপনার পছন্দমত যদি একটি শার্ট বা টি শার্ট জন্মদিনের
উপহার হিসেবে দেন এমন কোন ছেলে নেই যে সে খুশি হবে না।
হাতে বানানো কোন কিছু
আপনি নিজ হাতে বানিয়ে কোন কিছু যদি ছেলেদের কে দেন এর চাইতে বেশি খুশি আর হবে
না। হাতে বানানো ফটো ফ্রেম , রুমাল, আঁকানো কোন ছবি, কোন কিছু নকশা ইত্যাদি
যেকোনো কিছুই দেন না কেন। এটি হবে ইউনিক একটি উপহার। জন্মদিনের পারফেক্ট উপহার
হিসেবে হাতে বানানো যেকোনো কিছু উপহার হিসেবে দিতে পারেন।
পাঞ্জাবি
অনেক ছেলে রয়েছে যাদের পোশাকের মধ্যে সবচাইতে প্রিয় পোশাক হচ্ছে পাঞ্জাবি।
স্বল্প বাজেটের মধ্যে ভালো মানের পাঞ্জাবি বাজারে পাওয়া যায়। তাই খুব সহজেই যদি
কাউকে জন্মদিনের উপহার দিয়ে খুশি করতে চান তাহলে পাঞ্জাবি বেছে নিতে পারেন। একটি
ছেলের জন্য পাঞ্জাবি খুবই পছন্দের একটি জিনিস।
জায়নামাজ
এর চাইতে ভালো আর কি উপহার হতে পারে বলুন। শুধু ছেলেদের কে নয় পৃথিবীর যেকোনো
মুসলমান ভাই-বোনদেরকে আপনি জায়নামাজ উপহার হিসেবে দিতে পারেন। পৃথিবীতে কোন
মুসলিম মানুষ আছে যাকে জায়নামাজ উপহার দিলে সে খুশি হবে না। তাই সমস্ত উপহারের
মধ্যে সবচাইতে বেস্ট উপহার হচ্ছে জায়নামাজ।
ইয়ারফোন বা ইয়ার পট
একটি ছেলের জন্য ইয়ারফোন বা ইয়ার পট নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। বিশেষ করে
ছেলেরা বর্তমানে ইয়ারপট খুব বেশি পছন্দ করে। আর অল্প দামের মধ্যে বর্তমানে ভালো
মানের ইয়ারপট পাওয়া যায়। তাই জন্মদিনের উপহার হিসেবে ইয়ারফোন বা ইয়ারপট ভালো
একটি জিনিস।
ছেলেদের ওয়ালেট
ওয়ালের ছেলেদের প্রতিদিনের একটি প্রয়োজনীয় জিনিস। যা তাদের কাছে সবসময়ই থাকে।
তাই ওয়ালেট একটি নিত্য প্রয়োজনীয় জিনিস সবাই এটিও গিফট করতে পারেন। অল্প দামের
ভিতরে অরিজিনাল চামড়ার ভালো মানের ছেলেদের ওয়ালেট পাওয়া যায়। তাই আপনার
পছন্দের তালিকায় এটি রাখতে পারেন।
জন্মদিনে বউকে কি উপহার দেয়া যায়
যারা বিবাহিত রয়েছেন তারা তার স্ত্রীর জন্মদিনে কি উপহার দিবেন খুঁজে পান না।
তাই এখান থেকে আপনি কিছু আইডিয়া নিতে পারেন। জীবনের সবচাইতে কাছের মানুষ হচ্ছে
নিজের স্ত্রী। তাই তাকে খুশি রাখাটা বড় একটি কাজ। আর সেটি যদি হয় জন্মদিনের
উপহার তাহলে তো কোন কথাই নেই। তার জন্য চাই স্পেশাল গিফট। তা যেমনই হোক না
কেন।
আপনি আপনার স্ত্রীকে জন্মদিনে বিভিন্ন ধরনের গিফট দিতে পারেন। এ বিষয়ে আপনার যদি
কোন আইডিয়া না থাকে তাহলে এখানে বর্ণিত কিছু জিনিস সম্পর্কে আইডিয়া নিতে পারেন।
আপনি আপনার স্ত্রীকে যে কোন গিফটই দেন না কেন আশা করা যায় সে খুশি হয়ে যাবে।
তাহলে চলুন দেখে নেই আপনি আপনার স্ত্রীকে জন্মদিনের উপহার হিসেবে কি কি দিতে
পারেন।
- জায়নামাজ বা কুরআন
- সুন্দর দেখে শাড়ি
- কসমেটিকস কম্ব
- লাল কাঁচের চুড়ি
- চকলেটের বক্স
- কানের ঝুমকা
- পারফিউম
- জুয়েলারি
- ফুলের বুকেট ইত্যাদি
এছাড়াও আপনি আপনার ইচ্ছামত যে কোন কিছুই উপহার দিতে পারেন। এর মধ্যে যদি কোন
কিছু আপনার পছন্দ হয় তাহলে তো ভালোই। এর মধ্যে যেকোনো একটি জিনিস দিলেই আশা করা
যায় আপনার স্ত্রী অনেক বেশি খুশি হবে।
ছোট বাচ্চাদের জন্মদিনের উপহার
ছোট বাচ্চাদের জন্মদিনে কোন উপহার দিলে তারা কি যে খুশি হয় তা বলার মত না। ছোট বাচ্চাদের জন্মদিনে দেয়ার মত উপহারের অভাব নেই। একদম ছোট যারা, যাদের বয়স ৩ বছরের নিচে তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু তিন বছরের ওপরে যাদের বয়স তাদের আপনি বিভিন্ন ধরনের খেলনা উপহার দিতে পারেন। উপহার হিসেবে খেলনার অভাব নেই।
ছোট বাচ্চাদের জন্মদিনে এমন কিছু উপহার দেয়া হয় যেগুলো নিয়ে তারা সবসময়
খেলাধুলা করতে পারে। চলুন তাহলে নিচে দেখে নেয়া যাক ছোট বাচ্চাদের জন্মদিনে
উপহার হিসেবে কি কি গিফট দেয়া যায়।
ছেলে বাচ্চাদের জন্য
- ফুটবল
- ক্রিকেট বল ব্যাট
- চকলেট বক্স
- টেডি বিয়ার
- স্কুল ব্যাগ
- টিফিন বক্স
- রং পেন্সিল
- বিভিন্ন ধরনের খেলনা গাড়ি
- এডুকেশনাল টয়েস
- ওয়াটার বোতল
- সানগ্লাস
- বার্থডে মগ ইত্যাদি
মেয়ে বাচ্চাদের জন্য
- টেডি বিয়ার
- রং পেন্সিল
- টিফিন বক্স
- চকলেট বক্স
- স্কুল ব্যাগ
- আর্ট কিট
- ব্রেসলেট তৈরির কিট
- মেকআপ বক্স
- হেয়ার ব্যান্ড ইত্যাদি
এছাড়াও ছোটদের খেলার জন্য অনেক রকমের জিনিস রয়েছে। যেগুলো আপনি উপহার হিসেবে
দিতে পারেন। বাচ্চাদের দেয়ার মত উপহারের কোন অভাব নেই। বাজারে গেলে বাচ্চাদের
অহরহ জিনিসপত্র দেখতে পাবেন। আশা করি এ বিষয়ে ক্লিয়ার হয়েছেন।
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের ও মেয়েদের জন্য - শেষ কথা
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে ছেলে ও মেয়েদের দেওয়ার মত অনেক কিছুই
দেখলেন। তার সাথে দেখলেন ছোট বাচ্চাদের জন্মদিনে কি গিফট দেয়া যায় সেগুলোও। আশা
করি এ বিষয়ে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। আপনি এখন স্বল্প বাজেটের মধ্যেই
জন্মদিনে দেয়ার মত অনেক উপহার খুজে পাবেন। তাই এ বিষয়ে চিন্তিত হওয়ার কোন কিছু
নেই।
আশেপাশে একটু খেয়াল করে খুঁজলেই পেয়ে যাবেন। উপহার এমন একটি জিনিস যা, যেকোন
মানুষকে দিলেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। শুধু জন্মদিনেই নয় আপনি যে কোন
সময়ই মানুষকে উপহার দিতে পারেন। উপহার দিলে নিজের ও ভালো লাগে অন্যদেরও মন খুশি
করা যায়। আশা করি পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ
হাফেজ😍
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট সম্পর্কে জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন : মেয়েরা কি উপহার দিলে বেশি খুশি হয় ?
উত্তর : মেয়েদের কাছে কোন ছোটখাটো জিনিস দিয়েই খুশি করা যায়। যেমন
কাচের চুড়ি, কানের ঝুমকা, ইয়ার রিং, আংটি, মেকআপ বক্স, শাড়ি, ফুলের গাজরা,
পায়ের তোড়া, ফুল ইত্যাদি।
প্রশ্ন : ছেলেরা কি গিফট পছন্দ করে ?
উত্তর : ছেলেদের খুশি করতে তেমন দামি বা বড় কোন গিফটের প্রয়োজন হয়
না। ছোটখাটো উপহার পেলেই ছেলেরা আমি খুশি হয়। যেমন ওয়ালেট, ঘড়ি, চশমা,
ইয়ারপট, টি শার্ট, শার্ট ইত্যাদি।
প্রশ্ন : ছোট বাচ্চাদের কি গিফট দেয়া যায় ?
উত্তর : ছোট বাচ্চারা সাধারণত খেলনা জাতীয় উপহার বেশি পছন্দ করে।
তাই তাদের বিভিন্ন ধরনের খেলনা যেমন ফুটবল, ক্রিকেট বল ও ব্যাট, বিভিন্ন
ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি, স্কুল ব্যাগ্র, ওয়াটার বোতল সাইকেল ইত্যাদি।
প্রশ্ন : মায়ের জন্মদিনের গিফট কি দেওয়া যায় ?
উত্তর : মায়ের জন্মদিনে আপনি বিভিন্ন ধরনের গিফট দিতে পারবেন যেমন - জায়নামাজ, তোর শাড়ি, রান্নার সরঞ্জাম, অলংকার, ফুল গাছ, প্রিয় বই, প্রিয় খাবার ইত্যাদি।
প্রশ্ন : বাবার জন্মদিনে কি গিফট দেয়া যায় ?
উত্তর : বাবার জন্মদিনে আপনি যে গিফট গুলো দিতে পারবেন সেগুলো হচ্ছে
- ভালো মানের কলম, প্রিয় বই, প্রিয় খাবার, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, কোন
আশা পূরণ করা ইত্যাদি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url