প্যারাসুট নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা আমরা ভালোভাবে না জেনেই এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। আমাদের দেশে প্যারাসুট নারকেল তেলের জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু আমরা এর সঠিক উপকারিতা অপকারিতা ও ব্যবহার সম্পর্কে কিছু জানিনা।
সে জন্যই প্যারাসুট নারকেল তেল নিয়ে বিস্তারিত সকল কিছু থাকছে এই পোস্টে। যদি
আপনার সম্পর্কে জানা না থাকে এবং আপনি জানতে আগ্রহী হন তাহলে আজকের পোস্টটি প্রথম
থেকে শেষ পর্যন্ত একবার পড়ে বিস্তারিত সকল কিছু সহজেই জেনে নিন।
সূচিপত্র - প্যারাসুট নারকেল তেলের উপকারিতা অপকারিতা
- প্যারাসুট নারকেল তেলের উপকারিতা
- প্যারাসুট নারকেল তেলের অপকারিতা
- প্যারাসুট নারকেল তেল কি খাওয়া যায়
- প্যারাসুট এলোভেরা তেলের উপকারিতা
- প্যারাসুট নারকেল তেল কি ভালো
- প্যারাসুট নারকেল তেলের দাম
- খাঁটি নারকেল তেল চেনার উপায়
- চুলে নারকেল তেল দিলে কি হয়
- খাঁটি নারকেল তেলের দাম
- খাঁটি নারকেল তেল কোথায় পাওয়া যায়
- প্যারাসুট নারকেল তেল কোন দেশের কোম্পানির
- ত্বকে নারকেল তেলের উপকারিতা
- প্যারাসুট নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা - পরিশেষে
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা সম্পর্কে হয়তোবা আমাদের ধারণা আছে। সেই অনেক
বছর আগে থেকেই এর জনপ্রিয়তা আমাদের দেশে অনেক। আমরা সাধারণত প্যারাসুট নারকেল
তেল চুলের জন্যই ব্যবহার করে থাকি। এছাড়াও এটি আরো অন্যান্য কাজে ব্যবহার করা
যায়, তা আমাদের অনেকেরই অজানা। এটি একটি প্রাকৃতিক নারকেল তেল যা স্বাস্থ্য ও
সৌন্দর্য চর্চায় ব্যবহার করা হয়।
প্যারাসুট নারকেল তেল যেমন চুলের জন্য উপকারী ঠিক সেই ভাবে এটি ত্বক এবং
স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকারী। চুলের দ্রুত বৃদ্ধি, চুলের মসৃণতা, চুল পড়া
রোধ, খুশকি প্রতিরোধ এবং স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখতে প্যারাসুট নারকেল তেল
খুবই ভালো মানের একটি উপাদান। এছাড়াও এটি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবেও বেশ
কার্যকরী এবং ত্বককে নরম ও মসৃণ করে।
আরো পড়ুন : পালং শাকে কি এলার্জি আছে, পালং শাকের উপকারিতা অপকারিতা
নারকেল তেল ভিটামিন ও খনিজের ভালো একটি উৎস। নারকেল তেল শক্তিরও উৎস উৎস হিসেবে
কাজ করে। ওজন কমাতে সহায়ক এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আরেকটি বড়
উপকারিতা হচ্ছে নারকেল তেল হৃদরোগের ঝুঁকি কমায়। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
এবং রান্নার কাজেও এটি ব্যবহার করা হয়। দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে এবং
মুখের জীবাণু কমায়।
এছাড়াও নারকেল তেলের আরো অনেক উপকারিতা রয়েছে। নারকেল তেল একটি বহুমুখী
প্রাকৃতিক উপাদান যা শরীরের বিভিন্ন ক্ষেত্রে উপকারি। আমরা সাধারণ নারকেল তেল
চুলের জন্যই ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আপনাদের সাথে নারকেল তেল আরও কি কি
কাজে ব্যবহার করা যায় তা নিয়েও আলোচনা করব। আশা করি নারকেল তেলের উপকারিতা
সম্পর্কে একটি হলেও ধারণা পেয়েছেন।
প্যারাসুট নারকেল তেলের অপকারিতা
প্যারাসুট নারকেল তেলের অপকারিতা নেই এমনটা নয়। আমরা তো এতদিন এটি ব্যবহার করে আসছি এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা না জেনেই। কিন্তু এটি আমাদের জানা খুবই দরকার। কেননা আমাদের দেশের মানুষের কাছে এই তেল খুবই জনপ্রিয়। তাই এর অপকারীর দিকে খেয়াল রাখতে হবে। নারকেল তেল মানুষের জন্য বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে।
আরো পড়ুন : বড়দের হরলিক্স খাওয়ার নিয়ম | বড়দের হরলিক্স এর দাম কত
নারকেল তেল ব্যবহারের ফলে সম্ভাব্য অপকারিতা গুলো নিচে উল্লেখ করা হলো:
- অতিরিক্ত নারকেল তেল ব্যবহারের ফলে চুল ভারি অতুলাক্ত হতে পারে ফলে চুলের চিটচিটে ভাব দেখা দেয়।
- যাদের চুল শুষ্ক তারা নারকেল তেল ব্যবহার করার ফলে এটি আদ্রতা শোষণ করে। যার কারণে চুল আরো শুষ্ক হয়ে যেতে পারে।
- কারো কারো নারকেল তেল ব্যবহারের ফ জনিত সমস্যা দেখা দিতে পারে।
- নারকেল তেল অতিরিক্ত ব্যবহারের ফলে হজমের সমস্যা হতে পারে।
- চুলে নারকেল তেল ব্যবহারে চুলে প্রচুর ময়লা জমে।
- নারকেল তেল ত্বকের ছিদ্র বন্ধ করে ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
- নারকেল তেল শিশুদের ত্বকে ব্যবহারের জন্য সতর্ক থাকতে হবে। দেখতে হবে এটি শিশুদের ত্বকের জন্য নিরাপদ কিনা।
- মাথায় অতিরিক্ত তেল ব্যবহারের ফলে ত্বকের ফুসকুড়ি বৃদ্ধি করতে পারে।
- নারকেল তেল চুলে ব্যবহারের ফলে মাথায় বাতাস লাগেনা ফলে অতিরিক্ত গরম লাগে।
- অতিরিক্ত নারকেল তেল মাথায় ব্যবহার এর ফলে চুল পড়ার সম্ভাবনা থাকে ইত্যাদি।
নারকেল তেল ব্যবহারে উপরুক্ত এই সমস্যাগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এ
সমস্যাগুলো তখনই দেখা দিবে যখন আপনি মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন। তাই অতিরিক্ত
ব্যবহার থেকে সতর্ক থাকুন এবং এর অপকারের দিক খেয়াল রাখুন।
প্যারাসুট নারকেল তেল কি খাওয়া যায়
প্যারাসুট নারকেল তেল অবশ্যই খাওয়ার উপযোগী। এটি তো একটি প্রাকৃতিক নারকেলের
তেল। আর নারকেল তেল খাওয়ার উপযোগী। অনেক সময় বিভিন্ন ধরনের রান্নাতে নারকেল তেল
ব্যবহার করা হয়। তাছাড়া প্যারাসুট নারকেল তেল ভোজ্য তেল হিসেবেও গ্রেড করা
হয়েছে। এটি শুধু আমাদের দেশেই নয় পাশের দেশ ভারতেও নারকেল তেল রান্নার কাজে
ব্যবহার করা হয়।
তবে বর্তমানে বিভিন্ন কোম্পানির নারিকেল তেল আছে যেগুলো তো বিভিন্ন ধরনের
কেমিক্যাল মেশানো থাকে। তাই যে কোন নারকেল তেল খাওয়া থেকে বিরত থাকবেন। আগে
নিশ্চিত হয়ে নিবেন এটি নারকেলের খাঁটি তেল কিনা। যদি তার সাথে কোন রকম ভেজাল
মিশ্রিত থাকে তাহলে সেটি খাওয়া থেকে বিরত থাকবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ক্ষতির
সম্মুখীন হতে পারেন।
আপনি যদি সেরকম নিরাপদ নারকেল তেল পান তাহলে নিঃসন্দেহে খেতে পারেন। নারিকেল তেল
আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। আশা করি বুঝতে পেরেছেন।
প্যারাসুট এলোভেরা তেলের উপকারিতা
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা দেখলেন। প্যারাসুট কোম্পানিরই আরেকটি
তেল রয়েছে যেটির নাম প্যারাসুট অ্যালোভেরা। এই তেলটি নারকেলের তেল ও অ্যালোভেরার
নির্যাস এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে যা চুল ও ত্বকের জন্য অনেক বেশি উপকারী।
আপনারা অনেকেই এই তেলের সাথে পরিচিত। প্যারাসুট এলোভেরা তেল ব্যবহারের অনেক
উপকারিতা রয়েছে।
আরো পড়ুন : হাঁসের ডিমে কি এলার্জি আছে - হাঁসের ডিমের ক্ষতিকর দিক
এর বিশেষ কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
- নারকেল তেল ও এলোভেরা দুটি খুব পুষ্টিগুণ সমৃদ্ধ যা চুলের জন্য বেশি উপকারী।
- প্যারাসুট এলোভেরা তেল ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ হয় ।
- নিয়মিত এই তেল ব্যবহারের ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
- স্কাল্পের শুষ্কতা দূর করে এবং স্কালপকে আদ্র রাখে।
- মাথার খুশকি প্রতিরোধ করে।
- এই তেল ত্বকে ব্যবহারের ফলে ত্বকের আদ্রতা বজায় রাখে।
- ত্বকের প্রদাহ দূর করে এবং ত্বকের সানস্ক্রিন হিসেবে কাজ করে।
- তেলটি এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যার কারণে ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।
- প্যারাসুট এলোভেরা তেল ব্যবহারের ফলে মাথায় একটি শীতল অনুভূতি দেয়।
- এটি চুল ও ত্বকের সতেজ গন্ধ নিয়ে আসে ইত্যাদি।
এই ছিল প্যারাসুট এলোভেরা তেল ব্যবহারের কিছু উপকারিতা। প্যারাসুট নারিকেল তেল
এবং প্যারাসুট এলোভেরা তেল একই কোম্পানির। শুধুমাত্র প্যারাসুট অ্যালোভেরা তেল
নারকেল তেল ও অ্যালোভেরার নির্যাস এর সংমিশ্রণে চুলের জন্য বিশেষভাবে তৈরি করা
হয়েছে। যা চুলের জন্যও বেশ উপকারী।
প্যারাসুট নারকেল তেল কি ভালো
প্যারাসুট নারকেল তেল ভালো কিনা সেটি আপনার উপরে। এতক্ষণে আপনারা প্যারাসুট
নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা দেখে ফেলেছেন। এ থেকে আপনারা নিজেরাই বুঝতে
পারছেন প্যারাসুট নারকেল তেল আপনার জন্য ভালো হবে কিনা। প্যারাসুট নারকেল তেল
আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। কেউ চুলে, কেউ তাকে আবার কেউ বা রান্নার কাজে
ব্যবহার করে থাকি।
আরো পড়ুন : কলমি শাক খেলে প্রেসার বাড়ে না কমে - কলমি শাকের ক্ষতিকর দিক
আপনারা নারকেল তেলের বিভিন্ন ধরনের ব্যবহারে বিভিন্ন রকমের উপকারিতা দেখলেন। তার
সাথে দেখলেন এটি ব্যবহারের ফলে আপনি কি কি অপকারিতা শিকার হতে পারেন। আপনি যদি
সতর্কতার সাথে ব্যবহার করেন তাহলে এটি আপনার জন্য অবশ্যই ভালো হবে। কিন্তু
অতিরিক্ত বা অসতর্কভাবে ব্যবহারের ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তাই প্যারাসুট নারকেল তেল ভালো কিনা এটি এতক্ষণে আপনার বুঝে যাওয়া উচিত। আপনি
এখন এই তেল ব্যবহার করবেন কিনা সেটা এখন তো আপনার ব্যক্তিগত বিষয়। বাজেরে আরো
বিভিন্ন কোম্পানির নারকেল তেল রয়েছে। এছাড়া খোলা নারকেল তেল পাওয়া যায়। আপনার
এর মধ্যে যেটি ভালো লাগে আপনি সেটি ব্যবহার করবেন।
প্যারাসুট নারকেল তেলের দাম
প্যারাসুট একটি ব্র্যান্ডের নাম। আমরা এর সাথে বেশি পরিচিত নারকেল তেলের জন্যই।
প্যারাসুট ব্র্যান্ডের নারকেল তেল আমাদের দেশের মানুষের কাছে এতটা জনপ্রিয় তা
বোঝানোর মত নয়। প্রায় প্রতিটা ঘরে ঘরেই এর ব্যবহার। প্যারাসুট নারকেল তেল
বিভিন্ন প্যাকে পাওয়া যায়। এটির সর্বনিম্ন ৪৫ মিলি থেকে ১০০০ মিলি পর্যন্ত
প্যাক রয়েছে। তাই এগুলোর দামও ভিন্ন ভিন্ন।
আরো পড়ুন : পাথরকুচি পাতার ক্ষতিকর দিক
নিচে প্যারাসুট নারকেল তেলের সব প্যাকের দাম আলাদা আলাদা ভাবে দেয়া হলো।
প্যারাসুট নারকেল তেলের দাম ১০০০ মিলি
প্যারাসুট নারকেল তেলের এক হাজার মিলি যেই ব্যাক্তি থাকে সেটি আপনি যদি কিনতে চান
তাহলে এর দাম পড়বে ৬০০ টাকা। যদিও কিছু কম বেশি হতে পারে। বোতলের গায়ে একটি দাম
দেওয়া থাকে তবে দোকানদারেরা কিছু কম বেশিতো বিক্রি করতে পারে। এর জন্য ৬০০ টাকার
কিছু কম বা বেশি হতে পারে। তবে খুব একটা কম বেশি হওয়ার সম্ভাবনা নেই।
প্যারাসুট নারকেল তেলের দাম ৫০০মিলি
প্যারাসুট নারকেল তেলের ৫০০ মিলি যেই বোতলটি আছে এই বোতলের দাম বোতলের গায়ে দেয়া থাকে ৩৩৫ টাকা। তবে এর চাইতে দাম কিছুটা কমই হতে পারে বেশি হবে না। আগে দাম আরেকটু বেশি ছিল। বর্তমানে প্যারাসুট নারকেল তেলের বড় যে প্যাকগুলো আছে সেগুলোর সাথে একটি নির্দিষ্ট পরিমাণ এক্সট্রা দেওয়া হয়। যেমন, ৫০০ মিলির সাথে ৭৫ মিলি এক্সট্রা আছে।
প্যারাসুট নারকেল তেলের দাম ৩৫০ মিলি
প্যারাসুট নারকেল তেলের ৩৫০ মিলি বোতলের দাম ২০০ থেকে ২১০ টাকা। এই সবগুলো
প্যাকের গায়ে একটি দাম দেওয়া থাকে। সেই দাম কম বেশি করে দোকানদাররা বিক্রি করে।
এই জন্য দামের কম বেশি হয়। তাই আপনি দেখেশুনে দোকানদারের সাথে কথা বলে কম দামে
কিনতে পারেন।
প্যারাসুট নারকেল তেলের দাম ২৫০ মিলি
প্যারাসুট নারকেল তেলের ২৫০ মিলির দাম ১৬০ টাকা। প্যারাসুট নারকেল তেলের ১০০
মিলির দাম ৯৫ টাকা। প্যারাসুট নারকেল তেলের শন ১৫০ মিলির দাম ৫৫ টাকা। আশা করছি
প্যারাসুট নারকেল তেলের সকল প্যাক এর দাম সম্পর্কে বুঝতে পেরেছেন। তাই আপনি আপনার
পছন্দ অনুযায়ী প্যাকটি কিনতে পারেন।
খাঁটি নারকেল তেল চেনার উপায়
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা অপকারিতা সহ এতক্ষণে এ সম্পর্কে বিস্তারিত অনেক
কিছুই জেনেছেন। প্যারাসুট নারকেল তেলই ব্যবহার করতে হবে এমন কোন কথা নয়। অনেকেই
নারকেলের খোলা তেল ব্যবহার করে থাকে। আর এই তেলের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল
মিশনো থাকে। তাই খাঁটি নারকেলের তেল চেনার উপায় সম্পর্কে এখন আপনাদেরকে বলবো।
নারকেলের তেল পরীক্ষা করার সবচেয়ে সহজ ও উপযোগী উপায় হচ্ছে, নারকেল তেল
ঠান্ডায় জমে যায়। তাই চেক করার জন্য আপনি যদি নারকেল তেল বোতলে করে ফ্রিজের
ভেতর ৩০ মিনিট রেখে দেন তাহলে এটি যদি জমে যায় তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন
এটি নারকেলের খাঁটি তেল। আর যদি না জমে তাহলে ভাববেন এর মধ্যে নিশ্চয়ই কোনরকম
ভেজাল মিশ্রিত আছে।
এছাড়া চোখে দেখলেও কিছুটা বোঝা যায়। নারিকেলের খাঁটি তেল হবে ঝকঝকে পরিষ্কার
হালকা লালচে বর্ণের। এর মধ্যে আলাদা কোন রং থাকবে না এবং ঘোলাটে ভাব থাকবে না।
যদি অস্বাভাবিক রং বা ঘোলাটে ভাব থাকে তাহলে ভাববেন সেটি খাঁটি তেল নয়। তাছাড়া
ভালো নারকেল তেলের মধ্যে আলাদা কোন সুগন্ধ বা দুর্গন্ধ থাকবে না। নারকেলের খাঁটি
তেলে নারকেলের সুন্দর একটি সুগন্ধ থাকবে।
চুলার ওপর একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে হালকা আঁচে
গরম করুন। যদি তেলগুলো অল্প আছেই ফেনা ফেনা হয়ে যায় এবং পোড়ার গন্ধ বের হয়
তাহলে বুঝে নেবেন সেটি খাঁটি নয়। আবার যদি এক গ্লাস পানিতে দুই চামচ নারকেল তেল
দিয়ে ৩০ মিনিট রেখে দেন, এরপর যদি দেখেন এগুলো গোটা হয়ে গেছে তাহলে বুঝবেন
এগুলো নারকেলের খাঁটি তেল।
আরো পড়ুন : যষ্টিমধু খাওয়ার উপকারিতা অপকারিতা ও যষ্টিমধু খাওয়ার নিয়ম
আর যদি গোটা না হয় বা পানির সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন এগুলো খাঁটি তেল
নয়। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে নারকেলের খাঁটি তেলের দাম একটু বেশি হয়। বাজারে
সস্তায় বিভিন্ন ধরনের নারকেল তেল পাওয়া যায়। যেগুলোর বেশিরভাগের মধ্যেই ভেজাল
মিশ্রিত থাকে। তাই ভালো তেল যদি কিনতে চান তাহলে একটু বেশি দামে কিনতে হবে। আশা
করি খাঁটি তেল নির্বাচন করার পদ্ধতি গুলোবুঝতে পেরেছেন।
চুলে নারকেল তেল দিলে কি হয়
চুলে প্যারাসুট নারকেল তেলে দিলে কি উপকারিতা হয় তা দেখেছেন। এবার আমরা দেখব
চুলে যেকোনো ধরনের নারকেল তেল দেওয়ার ফলে কি উপকারিতা পাওয়া যায়। আসলে চুলের
জন্য সবচাইতে উপকারী তেল হচ্ছে নারকেল তেল। সেই আদিকাল থেকে মানুষ চুলে নারকেলের
তেল ব্যবহার করে আসছে। তাই চুলের জন্য উপকারিত কোন তেল যদি থেকে থাকে তা হচ্ছে
নারকেল তেল।
নিয়মিত চুলে নারকেল তেল ব্যবহারের ফলে কি কি উপকারিতা হয় তা নিচে তা নিচে
উল্লেখ করা হলো:
- চুলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান প্রদান করে।
- চুল পড়া কমাতে সাহায্য করে।
- চুলের আদ্রতা ধরে বজায় সাহায্য করে।
- চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়ক।
- স্কাল্পের শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখে।
- চুলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে।
- মাথার খুশকি দূর করে।
- চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখে।
- চুলের প্রাকৃতিক সুরক্ষা দান করে।
- চুলের ঘনত্ব বৃদ্ধি করে ইত্যাদি।
চুলে নারকেল তেল ব্যবহার করার ফলে আপনি এই উপকারিতা গুলো পাবেন। বর্তমানে চুলের
ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের তেল আছে। আপনারা অনেকে অনেক তেল ব্যবহার করে থাকেন।
তবে বিভিন্নভাবে প্রমাণিত যে চুলের জন্য সবচাইতে উপকারী তেল হচ্ছে নারকেলের তেল।
তাই উপরে বর্ণিত এই সুবিধা গুলো পেতে চাইলে অবশ্যই নিয়মিত নারকেলের তেল চুলে
ব্যবহার করতে হবে।
খাঁটি নারকেল তেলের দাম
আপনাদেরকে ইতোমধ্যেই বলেছি যে খাঁটি নারকেল তেলের দাম একটু বেশি। নারকেল তেলের
বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে যার বেশিরভাগ তেলেই অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার
করা থাকে। যা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই আপনি ভালো মানের খোলা
খাঁটিতে ব্যবহার করতে পারেন। খোলা কিছু কিছু খাঁটি তেল রয়েছে যেগুলো সত্যিই অনেক
উপকারী।
আরো পড়ুন : চর্ম রোগে নিম পাতার ব্যবহার - নিম পাতার ক্ষতিকর দিক
বাজারে তো সস্তা দামে নারকেল তেল অনেক বিক্রি হয়। তবে আপনি যদি খাঁটি নারকেল তেল
কিনতে যান তাহলে এর দাম পড়বে প্রায় কেজি প্রতি ৮০০ টাকার উপরে। তাই দাম একটু
বেশি লাগলেও ভেজাল মিশ্রিত তেল কিনে আশা করি ক্ষতির সম্মুখীন হবেন না। আশা করি
খাঁটি নারকেল তেলের দাম সম্পর্কে বুঝতে পেরেছেন।
খাঁটি নারকেল তেল কোথায় পাওয়া যায়
বিশেষ করে ঢাকায় এবং ময়মনসিংহের অনেক জায়গায় নারকেলের খাঁটি তেল পাওয়া যায়।
তাছাড়া আপনার আশেপাশের বাজারেও মোদির অনেক দোকান রয়েছে যেগুলোতে একটু খোঁজ
করলেই নারকেলের খাঁটি তেল পাবেন। তবে নারকেলের খাঁটি তেল চেনার জন্য উপরে যে
বিষয়গুলো আলোচনা করছি কিনার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখবেন।
আর আপনার আশেপাশে কোথাও যদি নারকেল তেল তৈরি করে তাহলে তো কোন কথাই নেই। আপনি সেখান থেকে নির্দ্বিধায় নারকেলের কাটি তেল সংগ্রহ করতে পারেন। আপনি যদি চান তাহলে নারকেল থেকে আপনি বাড়িতেও তেল তৈরি করতে পারবেন। এর জন্য শুধুমাত্র নারকেল কুরে সেগুলো আগুনে জ্বাল করেও তেল সংগ্রহ করা যায়। তবে এটি করা ঝামেলার একটি কাজ। তাই আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন।
প্যারাসুট নারকেল তেল কোন দেশের কোম্পানির
প্যারাসুট নারকেল তেলের কোম্পানি মূলত ইন্ডিয়ান একটি কোম্পানি। এই কোম্পানির নাম
হচ্ছে ম্যারিকো। ম্যারিকো দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাজার ধরে রেখেছে। এরপর এটি
বর্তমানে হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। মারিকো একটি বহুজাতিক কোম্পানি যা
স্বাস্থ্য ও সৌন্দর্য সম্পর্কিত বিভিন্ন পণ্যের জন্য পরিচিত।
প্যারাসুট ব্র্যান্ডের নারকেল তেল ১৯৭০ এর দশক থেকে চালু হয় এবং এটি বাংলাদেশ ও
ভারত সহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করেছে। প্যারাসুট তেলের উৎপাদন ভারতে শুরু
হলেও বর্তমানে এটি বাংলাদেশ সহ অন্যান্য দেশেও পাওয়া যায়।
ত্বকে নারকেল তেলের উপকারিতা
নারকেল তেল ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং এটি ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান
হিসেবে ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে কাজ করে। ত্বকের বিভিন্ন ধরনের
সমস্যা রয়েছে যেগুলো সমাধান আমাদের জানা নেই। অথচ নারকেল তেলের মাধ্যমে এই
সমস্যাগুলো সমাধান খুব সহজেই করা যায়। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইস ও সুরক্ষা
প্রদান করে।
ত্বকে নারকেল তেল ব্যবহার করলে কি কি উপকারিতা পাওয়া যায় তার উল্লেখযোগ্য কিছু
পয়েন্ট নিচে দেয়া হলো।
- নারকেল তেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই ত্বককে বিভিন্ন ধরনের সংক্রমনের হাত থেকে রক্ষা করে।
- ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ও প্রদাহ কমাতে সাহায্য করে।
- তোকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জনতার সমস্যা থেকে দূরে রাখে।
- নারকেল তেল ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি UV থেকে কিছুটা সুরক্ষা প্রদান করে।
- প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে।
- নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার।
- নারকেলের তেল মুখের ময়লা ও মেকআপ পরিস্কার করার জন্য প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে।
- ত্বকের আঘাত ও ক্ষত নিরাময় করে।
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ত্বকের চুলকানি ও র্যাশ কমায় ইত্যাদি।
তাহলে বুঝতে পারছেন তোকে যদি নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন তাহলে কি কি
উপকারিতা পাবেন। নারকেল তেল ত্বকের জন্য প্রাকৃতিক, কার্যকরী ও নিরাপদ সমাধান। সব
ধরনের ত্বকের জন্য এটি উপকারী হলেও ত্বকের সংবিধানশীলতা অনুযায়ী ভালোভাবে
ব্যবহারের পূর্বে ছোট পরিসরে পরীক্ষা করে নেয়া ভালো হবে।
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা ও অপকারিতা - পরিশেষে
প্যারাসুট নারকেল তেলের উপকারিতা, অপকারিতা, দাম সহ এতক্ষণে প্যারাসুট তেল ও
নারকেল তেল সম্পর্কে অনেক কিছু জানলেন। আসলে নারকেল তেল একটি প্রাকৃতিক ও
কার্যকরী সমাধান। চুল, ত্বক এবং স্বাস্থ্যের জন্য নারকেল তেল অনেক বেশি উপকারী।
এর সঠিক ব্যবহারের ফলে আপনি অনেক উপকারীতা গ্রহণ করতে পারবেন যেগুলো ওপরে
ভালোভাবে আলোচনা করা হয়েছে।
আশা করি এই উপকারিতা গুলো গ্রহণ করার জন্য সঠিক নিয়মে নারকেল তেল ব্যবহার
করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে নারকেল তেলটি যাতে খাঁটি হয়। তার খাঁটি
তেল চেনার জন্য উপরে বর্ণিত পরীক্ষাগুলো মাথায় রাখবেন। বিভিন্ন ধরনের ভেজাল বা
ক্যামিকেল যুক্ত নারকেল তেল ব্যবহার করলে ক্ষতি সম্মুখীন হতে পারে। তাই এ বিষয়টা
মাথায় রাখবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ😍
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url